সেই নারীর গলায় গুলির অস্তিত্ব মিলেছে
ফাইল ছবি
বগুড়ায় চলন্ত অটোরিকশায় থাকা অবস্থায় আহত সেই নারীর থুতনিতে গুলির অস্তিত্ব পেয়েছেন চিকিৎসকরা। শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জুলেখা খাতুন নামে ওই গৃহবধূর থুতনির নিচে গলার ভেতরে গুলি আটকে ছিল। যা এক্স-রে রিপোর্টে সত্যতা পাওয়া গেছে। যেহেতু বিষয়টা জটিল তাই গত রাতেই আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেছি।
এর আগে, বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় গোহাইল গ্রামের স্ত্রী শফিকুল ইসলামের জুলেখা খাতুন গুলিবিদ্ধ হন। এ সময় তার সঙ্গে থাকা জুলেখার ছেলে জাকির হোসেন দাবি করেন, তার মা গুলিবিদ্ধ হয়েছেন। তবে তখন গুলির বিষয়ে কোনো কথা জানায়নি পুলিশ।
জুলেখা খাতুনের ছেলে জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে আমরা গোহাইল থেকে অটোরিকশায় করে বগুড়া শহরে আসছিলাম। চালকসহ তিনজন ছিলাম। বিপরীতমুখী চারটি মোটরসাইকেলে আটজন যুবক অটোরিকশাটিকে অতিক্রম করার সময় বিকট শব্দ শুনতে পাই। তারপর দেখি আমার মায়ের ঠোঁটের নিচে আঘাত পেয়েছেন। এতে তার দুটি দাঁত ভেঙে গেছে। পরে মাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। ভর্তি করানোর পর এক্স-রে করে গলার ভেতরে আটকে থাকা গুলি দেখতে পাই। পরে চিকিৎসকরা মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
বগুড়া শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, চিকিৎসকরা ওই নারীর গলার ভেতর গুলির অস্তিত্ব পেয়েছেন বলে জানিয়েছেন। আমরাও এ ঘটনা গুরুত্বে সঙ্গে তদন্ত করছি। যেহেতু গুলি পাওয়া গেছে তাই মামলা করা হবে। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।