গাইবান্ধায় হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

 

ফাইল ফটো

গাইবান্ধা সদর উপজেলায় হিটস্ট্রোকে শ্রী রবি চন্দ্র সরকার নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার লক্ষীপুর হাটের একটি ভাতের হোটেলে অসুস্থ হয়ে তিনি মারা যান। মৃত রবি চন্দ্র দাস সরকার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামের ফণিভূষণ সরকারের ছেলে। তিনি স্থানীয় নুরপুর বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান।

তিনি বলেন, দুপুরে দোকানের মালামাল কিনতে তিনি পার্শ্ববর্তী লক্ষ্মীপুর হাটে যান। মালামাল কেনার পর প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর পাশের একটি ভাতের হোটেলে গিয়ে দ্রুত ফ্যান চালু করার কথা বলে সেখানেই বসে পড়েন। এ সময় হোটেলে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি। তিনি হিটস্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url