সিলেট দেখল বছরের সর্বোচ্চ তাপমাত্রা
ফাইল ছবি
সিলেটে বেড়েছে তাপমাত্রা। এই জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (১৬ মে) চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের তাপমাত্রা রেকর্ড করা ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা চলতি বছরের সিলেটে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো.সজীব হোসাইন জানান, সিলেটে রেকর্ড করা তাপমাত্রা ছিলো ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে বিকাল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।