ভ্যান থেকে ছিটকে রাস্তায়, যুবলীগকর্মীকে পিষে মারল বাস

 

ফাইল ছবি

পিরোজপুরের নাজিরপুরে বাসচাপায় পরিতোষ রায় (৫০) নামে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে পিরোজপুর-ঢাকা আঞ্চলিক মহসড়কের নাজিরপুরের রুহিতলা বুনিয়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিতোষ রায় (৫০) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামের ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে।

পরিতোষ রায় যুবলীগকর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে  জানা গেছে, শনিবার (১৮ মে) পিরোজপুরে জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে তিনি নাজিরপুর উপজেলা যুবলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে ভ্যানে নাজিরপুরে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কের রুহিতলা বুনিয়া এলাকার লোকমান হাকিমের ঘের সংলগ্ন স্থানে পৌঁছালে ঢাকা থেকে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিপন পাল বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এর চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url