প্রেমিকার জন্য অর্ডার করা বার্গার খাওয়ায় বন্ধুকে হত্যা
প্রেমিকার জন্য বার্গার অর্ডার করেছিলেন এক যুবক। সেই বার্গারের একটু অংশ এক বন্ধু খেয়ে ফেলায় তাকে গুলি করে হত্যা করেন যুবক।
গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির ডিফেন্স ফেজ-৫ এলাকায় এই রোমহর্ষক ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এআরওয়াই নিউজের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় পুলিশ জানিয়েছে, হত্যাকারী দানিয়াল মীরবাহার এলাকার পুলিশের এএসপির ছেলে। আর হত্যার শিকার আলি কেরিও স্থানীয় এক বিচারকের ছেলে। নিজের বাসায় প্রেমিকা সাজিয়াকে দাওয়াত করেন দানিয়াল। ওই অনুষ্ঠানে বন্ধু আলি কেরিও এবং ভাই আহমের ছিলেন।