তাড়াহুড়ো করে মসজিদে ঢুকতে গিয়ে গ্লাস ভেঙে যুবক নিহত
নিহত মুনসেফ আলী
কক্সবাজারের রামু উপজেলায় মসজিদে প্রবেশের মুখে গ্লাস ভেঙে মুনসেফ আলী নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় তাড়াহুড়ো করে মসজিদে প্রবেশ করতে গিয়ে মুনসেফ আলীর মৃত্যু হয়। নিহত মুনসেফ আলী রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফকিরমুরা এলাকার আহমেদ আলীর ছেলে। তিনি কোরআনের হাফেজ ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মাগরিবের নামাজে দেরি হওয়ায় তাড়াহুড়ো করে মসজিদে ঢুকছিলেন মুনসেফ আলী। এ সময় দরজার থাই গ্লাসের সঙ্গে মুনসেফের ধাক্কা লাগে। এতে গ্লাস ভেঙে তার শরীর কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে রামুর মা ও শিশু হাসপাতালে নিয়ে যান মুসল্লিরা। পরে তাকে কক্সবাজার সদর হাসাপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।