জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলে জায়গা পেলেন যারা

 

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল এখন চট্টগ্রামে। সিরিজের প্রথম টি-২০ ম্যাচ ৩ মে। এর আগে আজ ম্যাচ ভেন্যু চট্টগ্রামে অনুশীলন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এর মধ্যে অনুশীলন করার সময় কোমরে চোট পেয়েছেন লিটন দাস।



জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) নিজেদের ঝালিয়ে নিতে যথারীতি অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন ক্রিকেটাররা। এর মধ্যে ফিল্ডিং অনুশীলন করার সময় কোমরে চোট পান লিটন। তৎক্ষনাত মাটিতে লুটিয়ে পড়েন টাইগার এই ওপেনার।



এরপর হেঁটে বাউন্ডারি লাইনে যাওয়ার পর স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ লিটনকে ম্যাসাজ দিতে থাকেন। একটু পর ফিজিও বায়জেদুল ইসলামের সঙ্গে ড্রেসিংরুমের পথ ধরেন লিটন। এখন পর্যন্ত ডানহাতি এই ওপেনারের চোট কতটা গুরুতর সেটা জানা যায়নি।



জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলায়। আগামী ৩ মে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-২০ হবে ১০ ও ১২ মে।



বাংলাদেশ স্কোয়াড- বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসাইন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসাইন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url