যমজ দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা, মা আটক

 


মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের দুই যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা রিমা বেগমকে আটক করেছে পুলিশ। 

রোববার ভোর ৪টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু চার বছরের রাদিয়ান আহমদ ও রাইয়ান আহমদ উত্তরভাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে। আটককৃত রিমা বেগম মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

বাচ্চু মিয়ার বড় ভাই বাদশা মিয়া জানান, ভোরে ঘুম থেকে উঠে বাচ্চু মিয়া দেখেন ঘরের দরজা খোলা। এমনকি ঘরে নেই তার স্ত্রী ও সন্তানরা। পরে বাড়ির পুকুরঘাটে তার শিশুসন্তানদের নিথর দেহ দেখে চিৎকার করেন বাচ্চু মিয়া। দ্রুত তাদের উদ্ধার করে সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কুলাউড়া থানা পুলিশের ওসি মো. আলী মাহমুদ বলেন, এ ঘটনায় রিমা বেগমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url