টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার


টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বৈশ্বিক আসরে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন মার্করাম। বিপিএল চ্যাম্পিয়ন ডেভিড মিলারও রয়েছেন ঘোষিত দলে।


দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার। তারা হলেন ডিপি ওয়ার্ল্ড লায়নসের রায়ান রিকেলটন এবং হলিউডবিটস ডলফিনের ফাস্ট বোলার ওটনিয়েল বার্টমান।


বিশ্বকাপের জন্য ঘোষিত দলের ব্যাটিং ইউনিটে আছেন অভিজ্ঞ কুইন্টন ডি কক, রিজা হ্যানড্রিকস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার ও উদীয়মান তারকা ত্রিস্টান স্টাবস। পেস ইউনিটে নির্বাচকরা আস্থা রেখেছেন কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া, মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েটজের উপর।


জর্ন ফরটুইনের সঙ্গে স্পিন বিভাগে রয়েছেন কেশব মহারাজ ও তাবরাইজ শামসি। নান্দ্রে বার্গারের সাথে রিজার্ভ ক্রিকেটার হিসেবে আছেন লুঙ্গি এনগিডি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা আছে 'ডি' গ্রুপে, যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, বাংলাদেশ ও নেপাল। ১০ জুন নিউইয়র্কে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার।


দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড :


এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমেন, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, জর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url